বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল ইস্যুতে সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। সম্প্রতি শুভেন্দু অধিকারীর পর একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আবার অনেকেই দলের বিরুদ্ধে জনসমক্ষে গলায় সুর তুলছেন। এমনই তৃণমূল বেসুরো দলে নাম লিখিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। তিনি কিছুদিন আগে থাকতেই দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করছেন। বোঝাই যাচ্ছিল শাসক দলের সাথে দূরত্ব বাড়ছে তার। তারপর আজ অর্থাৎ সোমবার শাসক দলের সাথে প্রবীর ঘোষালের বিবাদের আগুনে ঘি ঢালার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আসলে আজ অর্থাৎ ২৫ জানুয়ারি সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরশুরায় একটি জনসভায় উপস্থিত হবেন। কিন্তু জানা যাচ্ছে সেই সভায় থাকছেন না বেসুরো তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রবীর ঘোষাল দাবি করেছেন, “আজকের সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি বৈঠকেও তাকে ডাকা হয়নি। তাই তিনি আজকে মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় উপস্থিত থাকবেন না।” এছাড়াও তিনি ইঙ্গিত পূর্ণভাবে বলেছেন, “আগামীকাল যা বলার আমি সাংবাদিকদের সামনে বলব।” তার এই বক্তব্যের পর অনেকেই অনুমান করছেন হয়তো কাল আবারও একজন তৃণমূল ত্যাগী নেতা বিজেপিতে যোগদান করতে পারেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দাবি করেন, “আমাকে ভোটের হারানোর জন্য চক্রান্ত চলছে। তাই নির্বাচনের আগে রাস্তা সরানো হচ্ছে না। কেএমডিএ ইঞ্জিনিয়ার কানাইপুরের রাস্তা দেখতে এলে তাকে হুমকি দেওয়া হচ্ছে আমার নাম করে। আমায় কাজ করতে না দেওয়ায় উন্নয়নে ঘাটতি থেকে যাচ্ছে। ফলে এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আসলে পুরোটাই আমাকে নির্বাচন থেকে হারিয়ে দেওয়ার দলীয় চক্রান্ত।”