শারীরিক অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়

বেশ কিছুদিন ধরেই গভীর কোমায় ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কিডনি সংক্রান্ত রোগ  আগের থেকে আরও জটিল হয়েছে । গভীর কোমায় থাকাকালীনই তার ছেলে টুইট করে জানান তার বাবা…

Avatar

বেশ কিছুদিন ধরেই গভীর কোমায় ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কিডনি সংক্রান্ত রোগ  আগের থেকে আরও জটিল হয়েছে । গভীর কোমায় থাকাকালীনই তার ছেলে টুইট করে জানান তার বাবা বেঁচে আছেন। কারন কিছুদিন আগেই গুজব রটে প্রনববাবু মারা গেছেন।কিন্তু তার পরেই জানা যায় তিনি বেঁচে আছেন।এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, বুধবার মেডিক্যাল বুলেটিনে এ কথাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।

গত ১০ অগস্ট থেকে দিল্লিতে আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরে আবার  করোনার সংক্রমণও ধরা পড়ে তাঁর শরীরে । আর তার কদিন পরেই  শোনা যায় তিনি আর বেঁচে নেই । লাগাতার মৃত্যুর খবরের পর  তার বেঁচে থাকার খবর প্রকাশ্যে এলেও সেভাবে কোনো উন্নতি হয়নি তার শারীরিক অবস্থার।,

গতকাল রাত থেকে ফের তাঁর মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হতে শুরু হওয়ায়  চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখছেন চিকিৎসকরাও। প্রাক্তন রাষ্ট্রপতি ভেন্টিলেশনে আছেন জেনে আরও একবার  উদ্বেগ বাড়তে শুরু করেছে বিভিন্ন মহলে।তবে গত বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু এভাবে আর কদিন তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে সেই নিয়েও চিকিৎসকদের পাশাপাশি সাধারন মানুষকে অবিরত ভাবাচ্ছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ।