নিজের দল জেডিইউ নয়, CAB নিয়ে তৃণমূলের সুরে সুর মেলালেন প্রশান্ত কিশোর
বিহারের ক্ষমতাসীন জেডিইউ-র সহ সভাপতি প্রশান্ত কিশোর ভোট কুশলী হিসেবে তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়ে আনার কাজে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন। তবে রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এখনও জেডিইউ-র অনুগত সৈনিক।
অথচ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের লাইনের বাইরে গিয়ে ট্যুইট করলেন তৃণমূলের বক্তব্যকে সমর্থন করে। শুধু তাই নয় এই বিলে সমর্থন দেওয়ার এদিন জেডিইউ নেতৃত্বের কড়া সমালোচনা করেন তিনি।
ট্যুইটারে তিনি লেখেন, এই বিলকে সমর্থন জানানো জেডিইউ-র উচিত হয়নি। গান্ধীজির আদর্শ মেনে চলার অঙ্গীকার নিয়ে কিভাবে জেডিইউ এই বিলকে সমর্থন করতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শকে লঙ্ঘন করছে নাগরিকত্ব সংশোধনী বিল, এমনটাই মনে করেন প্রশান্ত কিশোর।
ক্যাব নিয়ে একই সুর শোনা গিয়েছে তৃণমূল সাংসদদের গলায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেন এই বিলের। ফলে তৃণমূলকে অক্সিজেন জোগাতেই নিজের দলের বিরুদ্ধে ভোট কুশলী প্রশান্ত কিশোরের এমন বিষোদগার কিনা, সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।