সোমবার এক প্রসূতির শরীরে করোনা রিপোর্ট পজিটিভ আসায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধের ঠিক ২৪ ঘন্টার মধ্যেই সেই সংক্রমিত মহিলার মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ ও। ওই মৃত মহিলা বরাহনগরের বাসিন্দা।
রাজ্যে প্রথম তিনি প্রসূতি হিসাবে করোনাতে আক্রান্ত হন এবং মারা যান। সেই প্রসূতির সদ্যোজাত সন্তানের ও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরেক পূর্ত কর্মীও আক্রান্ত হয়েছেন। যার জন্য প্রায় ৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ নজর রাখা হয়েছে।
ওই মহিলার মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হয়েছে পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ। তবে আগে থেকে ভর্তি হওয়া মহিলা ও প্রসূতিদের অন্যত্র চিকিৎসা করানো হবে বলে সূত্রের খবর। এছাড়া হাসপাতালের মেডিসিন বিভাগের সমস্ত রোগীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।