দেশনিউজ

Indian Railways: তৎকালের ঝামেলা ছেড়ে দিন, এখন এই উপায় নিশ্চিত টিকিট পাবেন, জেনে নিন

আপনি যদি এখন টিকিট বুক করার জন্য সমস্যায় থাকেন তাহলে আপনার সমস্যার সমাধান করবে ভারতীয় রেল

Advertisement
Advertisement

অনেক সময় আমাদের যাত্রার ঠিক কিছুদিন আগে টিকিট বুক করার দরকার পড়ে। কিন্তু তখন কি আর দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট সহজে পাওয়া যায়! বিষয়টা সবসময়ই একটা অনিশ্চিত হয়ে থেকে যায়। এই টিকিট পাওয়ার বিষয়টা নিয়ে অনেক সময় অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে, নিশ্চিত টিকিট পাওয়ার ক্ষেত্রে বর্তমানে ততকাল টিকিটের থেকে ভালো বিকল্প মনে হয় আর কোথাও নেই। এই মুর্হুতে আপনার যদি যাত্রার একদিন আগেও টিকিটের দরকার লাগে তাহলে আপনি ততকাল টিকিট বুক করতে পারেন রেলের ওয়েবসাইট থেকে।

Advertisement
Advertisement

আপনাকে ট্রেনের যাত্রা তারিখের ১ দিন আগে তত্কাল টিকেট বুক করতে হবে। কিন্তু যাত্রীদের চাহিদা বেশি থাকায় তাৎক্ষণিক ততকাল টিকিট বুকিং করাও আজকাল বেশ কঠিন। লোকজনের অভিযোগ, সাধারণ মানুষের পরিবর্তে, সমস্ত তত্কাল টিকিট বুকিং এজেন্টরা বুক করে থাকেন। রেলওয়ে বর্তমান এমনভাবে টিকিট বুকিং শুরু করেছে যাতে ট্রেনের ভিতরে কোনো সিট খালি না থাকে এবং সবাই নিশ্চিত টিকিট পায়। এতে আপনি ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা থেকে ৫ মিনিট আগে টিকিট বুক করতে পারবেন।

Advertisement

বর্তমানে এই ততকাল টিকিট সম্পর্কে একটি ভাল জিনিস হল যে Tatkal বা Premium Tatkal এর বিপরীতে, যাত্রীদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তৎকাল টিকিটের তুলনায় বর্তমান প্রিমিয়াম তৎকালের মাধ্যমে নিশ্চিত টিকিট বুক করা সহজ। প্রাপ্যতার উপর নির্ভর করে, আপনি সহজেই নিশ্চিত টিকিট পেতে পারেন। আপনি সহজেই IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট বা রেলওয়ে টিকিট রিজার্ভেশন বুকিং কাউন্টার থেকে এই প্রিমিয়াম ততকাল টিকিট বুক করতে পারেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button