নিউজরাজ্য

শুরু হল ২১ এর ভোটের প্রস্তুতি, ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধন

Advertisement

২১ এর ভোটের জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নির্বাচন সূত্রে খবর, ভোটের তালিকা সংশোধনের কাজ হবে ১৮ ই নভেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের জন্য রয়েছে অনলাইন আবেদনের বিকল্প ও।

 

১৫ ই জানুয়ারিতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটের তালিকা। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য কমিশনের পক্ষ থেকে।

 

আজ মুখ্য আধিকারিকদের সাথে বৈঠক করে রাজ্য কমিশন। বৈঠকে আধিকারিকরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুতি জন্য আবেদন জানান কমিশনের কাছে। সেখানে ছিলেন বহু রাজনৈতিক দলের কর্মকর্তারা ও।

 

বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত। তবে হাওয়ায় ঠাণ্ডার অনুভূতি নেই। পরিবেশ গরম অনেকটাই ভোটের কারণে। ভোটের আগের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলিও। সেখানেই আজ কমিশনের সর্বদল বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিকদের সাথে। তার পরেই বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১৮ ই নভেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মাঝে চলবে তালিকা সংশোধনের কাজ। ৭৮,৯০৩ বুথে কাজ শুরু হবে বলে জানিয়েছে কমিশন। সূত্র হতে জানা গিয়েছে, বুথগুলিতে দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত চলবে সংশোধনের কাজ। অনলাইনেও আবেদন করতে পারবেন ভোটার রা। কোনো সমস্যায় ফোন করা যাবে ১৯৫০ টোল ফ্রি নং এ। ১৫ ই জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটারের তালিকা।

 

এইদিন সব রাজনৈতিক দল হতে মুখ্য আধিকারিকদের কাছে কেউ যেন ভোটের তালিকা থেকে বঞ্চিত না হন এমনটাই দাবি করা হয়েছে। এর মাঝেই বিজেপি থেকে অভিযোগ করা তোলা হয়েছে নির্বাচন কমিশনের পরিকাঠামোকে ঘিরে। তাদের মতে কোনো নির্দিষ্ট পরিকাঠামো নেই কমিশনের। তাই সংশোধনের কাজ করানো হবে রাজ্য সরকারি কর্মীদের দিয়েই। তবে এক্ষেত্রে ও দুর্নীতির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বুধবার ভোটের তালিকা সংশোধনের নিয়ে জেলাশাসকরা বৈঠক করবেন মুখ্য আধিকারিকদের সাথে।

Related Articles

Back to top button