মানবিকতার নজির, ভারত ৩৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন পাঠালো ট্রাম্পের দেশে
ভারতবার্তা ওয়েবডেস্ক: গোটা বিশ্বে এখন করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা তুঙ্গে। বাইরের দেশে এই ওষুধ প্রেরণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন মুলুক পৌঁছে গেল মারণ করোনার প্রতিষেধক। এদিন রবিবার ভোরে বিমানবন্দরে ওষুধ পৌঁছলে ছবি ট্যুইট করে জানান তরনজিৎ সিং। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ‘হুমকি’ -এর মাধ্যমে ভারতের কাছে এই ওষুধের আবেদন করেন।
যদিও পরে ট্রাম্প সুর নরম করেন প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে। ট্রাম্প ২ কোটি ৯০ লক্ষ ডোজ ওষুধের দাবি করেন। এরপরই কেন্দ্রের তরফ থেকে অন্য দেশে ওষুধ পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এদিন ওষুধ পৌঁছনোর পর ভারতকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের ৭০ শতাংশ উৎপাদন হয়। যার ফলে বিশ্ব তাকিয়ে ভারতের দিকে। এবার ব্রাজিলেও এই ওষুধ প্রেরণ করবে ভারত।
প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮৩ জনের। মার্কিন মুলুকে ক্রমেই ভয়াবহ হচ্ছে নোভেল করোনা ভাইরাস। যার ফলে উদ্বিগ্ন সরকার।