Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Cylinder: এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, বড় ধাক্কা উজ্জ্বলা গ্রাহকদের

Updated :  Monday, April 7, 2025 8:35 PM

নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের জন্য এল এক বড় ধাক্কা। দীর্ঘদিন রান্নার গ্যাসের (LPG Cylinder) দামে কোনও পরিবর্তন না হলেও এবার হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল গৃহস্থালি সিলিন্ডারের দাম। যেখানে গত কয়েক মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দামে ওঠানামা দেখা গিয়েছিল, সেখানে সাধারণের ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম স্থিরই ছিল। তবে এবার সেই স্থিরতা ভাঙল।

গৃহস্থের হেঁশেলে ধাক্কা

সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, মঙ্গলবার থেকে গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা করে বাড়ানো হচ্ছে। যার ফলে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৮৫৩ টাকা।

উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের জন্যও গ্যাসের দাম বেড়েছে। তাঁদের প্রতি সিলিন্ডারের জন্য এখন থেকে গুনতে হবে ৫৫৩ টাকা। কলকাতার ক্ষেত্রে, বাড়তি কর এবং অন্যান্য খরচ যুক্ত হয়ে প্রতি সিলিন্ডারের দাম পৌঁছেছে ৮৭৯ টাকায়।

কী বললেন মন্ত্রী?

সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, “এটা একটা সাময়িক পদক্ষেপ। আমরা প্রতি ২-৩ সপ্তাহ অন্তর এটি পর্যালোচনা করব।”

আরও দাম বৃদ্ধি

এদিকে রান্নার গ্যাসের পাশাপাশি এদিন আরও একটি বড় ঘোষণা এসেছে পেট্রোল ও ডিজেল সংক্রান্ত। পেট্রোলে লিটার প্রতি আবগারি শুল্ক ২ টাকা করে বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পেট্রোলে প্রতি লিটারে এখন থেকে ১৩ টাকা এবং ডিজেলে ১০ টাকা করে এক্সসাইজ ডিউটি ধার্য করা হয়েছে। এই পরিবর্তন ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। সরকার জানিয়েছে, এই বাড়তি করের বোঝা সরাসরি সাধারণ গ্রাহকদের উপর বর্তাবে না। এই দায়িত্ব বহন করবে তেল বিপণন সংস্থাগুলি।

অন্যদিকে মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪১ টাকা কমিয়ে কিছুটা স্বস্তি দিয়েছিল তেল সংস্থাগুলি, যার সুবিধা পেয়েছে হোটেল, রেস্তোরাঁ সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অর্থনীতিবিদদের উদ্বেগ

অর্থনীতিবিদদের মতে, এই মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর মারাত্মক হতে পারে, কারণ ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির চাপ যথেষ্ট বেড়েছে। এর মধ্যে গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ঘরে বাজেটের ভার বাড়াবে বলেই আশঙ্কা।