আবার কমলো সোনার দাম। বাজেটের পরেই দাম বেড়েছিল সোনার। বাড়ার পর কমলো আবার। বিশ্বের বাজারে দাম কমার সাথে সাথেই ভারতেও দাম কমলো সোনার। এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে হয়েছে ৪০,৮৩৯ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে কমে ১.৬% কমে হয়েছে ৪৬,৩৫৭ টাকা। বাজেটের পরদিনই সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪১,২৫০ টাকা হয়েছিল। এদিন তা অনেকটাই কমলো।
আরও পড়ুন : বাজেটে নতুন ঘোষণা, বেসরকারি কর্মীদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্রের
বিশ্বজুড়ে সোনার দাম কমার পাশাপাশি ভারতের বাজারেও কমেছে সোনার দাম। সোনার দাম আবার কমার ফলে, সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই খুশি। গত কয়েকদিন পরপর দাম বাড়ছিল সোনার। তারপর আবার হঠাৎ করে দাম কমে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাবসায়ীরা সকলেই অনেকটাই খুশি।