দেশনিউজ

বাজেট পেশের পর কমলো পেট্রোল ও ডিজেলের দাম

Advertisement

চলতি বছরে প্রথম বাজেট পেশের একদিন পর দাম কমল পেট্রোল ও ডিজেলের। চিনের করোনা ভাইরাসের আতঙ্কে সেখানে পেট্রোল ও ডিজেলের চহিদা কমেছে, যার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের জোগান বেড়ে গিয়েছে।

এদিন বড়ো শহরগুলিতে তেলের দাম কমেছে কিছুটা। এদিন পেট্রোল লিটার প্রতি ৯ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৮ পয়সা কমানো হয়েছে।

আরও পড়ুন : বাজেট শেষেই রেকর্ড দাম বাড়লো সোনার, বাজেটে অখুশি মধ্যবিত্তরা

দিল্লিতে এদিন পেট্রোল ছিল লিটার প্রতি ৭৩.১০ টাকা। মুম্বাইয়ে পেট্রোল লিটার প্রতি ৭৮.৭৫ টাকা, কলকাতায় ৭৫.৭৭ টাকা এবং চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭২.৯৫ টাকা ছিল বলে জানানো হয়েছে Indian Oil Corporation Website -এর তরফে।

টানা চার দিন সমস্ত বড় শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দাম কেটে নেওয়া হয়েছিল। জ্বালানির খুচরা মূল্য আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এবং রুপী-মার্কিন ডলার বিনিময় হারের উপর নির্ভরশীলতার কারণে ভারত তার অপরিশোধ তেল প্রয়োজনীয়তার থেকে প্রায় ৮০ শতাংশ বেশি আমদানি করে। যার ফলে এদিন পেট্রোল ও ডিজেলের দাম কমেছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button