লকডাউন কি ফের বাড়বে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। গতকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে দীর্ঘদিনের লকডাউনে অর্থনীতি প্রায় ধসের মুখে। কিন্তু আর দেরি করলে চলবে না। এবার ধীরে ধীরে অর্থনীতিকে সচল করতে হবে। বর্তমান যা পরিস্থিতি এতে অর্থনীতিকে সচল করার সাথেই খেয়াল রাখতে হবে করোনা সংক্রমণের দিকেও। জনজীবনকে সচল রাখতে হবে। সামাজিক গতিবিধিকে এবার বাড়ানোর প্রয়োজন। কিন্তু মাথায় রাখতে হবে করোনার কথা। এই মারণ ভাইরাসের দাপট কিন্তু কমেনি।
প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার জন্য পৃথিবী কেমন যেন বদলে গেল। এরসাথে তিনি গ্রামাঞ্চলে যাতে করোনা না ছড়ায় তার দিকে সমস্ত মুখ্যমন্ত্রীদের নজর রাখতে বলেছেন। করোনার যেহেতু কোনো প্রতিষেধক বের হয়নি, তাই এই করোনাকে সঙ্গে নিয়েই এগোতে হবে। তার জন্য সামাজিক দূরত্বতা বজায় রেখে নিয়ম মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের লকডাউনের পরেও আগের মতো ধীরে ধীরে বিভিন্ন পরিষেবাতে ছাড় দেওয়া হতে পারে।
কাল বৈঠকের পর বোঝা গেছে যে ট্রেন পরিষেবা এখন পুরোপুরি চালু করা হবে না। তবে অর্থনীতিকে সচল করার জন্য বিশেষ কিছু রুটে ট্রেন চলবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ট্রেন না চালানোর প্রস্তাব দিয়েছেন। আর মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। এর অথেই ১৫ মে পর্যন্ত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদের নিজেদের রাজ্যের পরিস্থিতি ভালো করে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।