আমফান বিধস্ত বাংলা পরিদর্শনে দিল্লি থেকে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের পর ওড়িশাতেও যাবেন। আজ সমস্ত কিছু পরিদর্শনের পর তিনি একটি রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সাথে । সেখানে কিভাবে বাংলাকে সাহায্য করা যায় তাই নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারির ২৯ তারিখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও চিত্রকোট- এসেছিলেন।
তারপর প্রায় ৮৩ দিন পর তিনি আজ বাংলায় আসছেন। বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ হাজার কোটি টাকা আমফান বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণের জন্য রেখেছেন। বাংলাতে প্রায় ৭২ জনের এই ঝড়ে মৃত্যু হয়েছে। তিনি মৃতদের পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন। মমতা প্রধানমন্ত্রীকে বাংলাতে এসে বর্তমান পরিস্থিতি দেখার জন্য অনুরোধ করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি দল ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শনের জন্য আসবেন বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল এস এন প্রধান। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫-১৬৫ ছিল। বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতাতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৩ কিলোমিটার। কলকাতাতে ও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।