Today Trending Newsদেশনিউজ

আগামী রবিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল ডাক্তার থেকে প্রশাসন। এই পরিস্থিতিতে আরও একবার দেশবাসীর মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে আগামী ২১শে জুন, রবিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে দেশবাসীর মুখোমুখি হতে চলেছেন তিনি।

বর্তমানে করোনায় জর্জরিত গোটা দেশের বিভিন্ন এলাকা। বিগত দিনের রেকর্ড ভেঙে রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে যোগ-ব্যায়াম যে করোনা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, সেই সম্পর্কেই বলতে পারেন তিনি। শুধু তাই নয় এদিন কিছু যোগারও প্রদর্শন করতে পারেন বলে আশা করা যাচ্ছে।

এর আগেও যোগ দিবসের দিন তাকে দেশের জনতার মুখোমুখি হতে দেখা গিয়েছে। সবার সঙ্গে মিশে যোগ প্রদর্শন করেছেন তিনি। এছাড়াও তার দলের বেশ কিছু নেতাদেরও দেখা গিয়েছে তার সাথে। তবে বর্তমান করোনা আবহে সবার সাথে মিশে নয় ভার্চুয়াল ভাবেই সম্পন্ন হবে সবটা।

পাশাপাশি লাদাখে ভারত-চীন সীমান্তে সংঘর্ষের জেরে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা। সাথে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রত্যাঘাতের দাবীতে সোচ্চার হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কি হবে সেই নিয়ে কৌতূহল রয়েছে গোটা দেশবাসীর মনে। এদিন সেই সম্পর্কেও তিনি কিছু জানান কিনা সেই দিকেই তাকিয়ে সবাই।

Related Articles

Back to top button