গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। বিশ্বমানের পরিষেবা দেয়ার জন্য একে একে আসছে বন্দে ভারত এক্সপ্রেস এর মত সেমি হাই স্পিড ট্রেন। এবার জানা গেছে যে আগামী ২৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যে মোট ৯ টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করা হবে। অনলাইনে এই ট্রেনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ৯ টি ট্রেনের মধ্যে রয়েছে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের আটটি রেক বরাদ্দ করেছে চেন্নাই কোচ ফ্যাক্টরি। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রাঁচি থেকে ছেড়ে মুড়ি, ঝলদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম ও খড়গপুর দাঁড়াবে। দুপুর ১২ টা ৪৫ মিনিটে এর ট্রায়াল শুরু হবে।
দক্ষিণ পূর্ব রেল এই ট্রেনের জন্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে। এই ট্রেন হাওড়া থেকে সকাল ৮ টায় ছেড়ে রাঁচিতে ১২:১৫ মিনিটে পৌঁছাবে। আর দ্বিতীয় সময়সূচি অনুযায়ী এই ট্রেন রাঁচি থেকে সকাল ৫:২০ তে ছেড়ে হাওড়ায় ১১:৫৫ মিনিটে পৌঁছাবে। এবার ট্রেন উদ্বোধনের পর কোন সময়সূচি মানা হবে সেটাই দেখার।