ভারতবার্তা ওয়েবডেস্ক: বিদ্যালয়ের ফি সম্পর্কিত সমস্যায় অভিভাবকদের সুরাহা দিতে এবার দিল্লীর পথে হাঁটলো পশ্চিমবঙ্গ। শনিবার শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন টিউশন ফি’র বাইরেও নানা খাতে অভিভাবকদের থেকে ফি নিয়ে থাকে বেসরকারি স্কুলগুলি। সেই অতিরিক্ত খাতে যাতে অর্থ না নেওয়া হয় এই বিষয়ে বার্তা পাঠানো হবে স্কুলগুলিকে। তবে এবারই প্রথম নয় এর আগেও এই অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী, তার কোনো উত্তর মেলেনি।
বর্তমান করোনা পরিস্থিতিতে ক্রমাগত ফি বাড়িয়ে চলেছে বেসরকারি স্কুলগুলি। এই বিষয়ক একাধিক অভিযোগ জমা পড়লে ৮ই এপ্রিল বেসরকারি স্কুলগুলির কাছে ফি না বাড়ানোর কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। জারি করা হয় নির্দেশিকা, তবুও মেলেনি কোনো উত্তর।
অন্যদিকে, সাম্প্রতিক সংকটে পড়ুয়াদের অভিভাবকদের স্বস্তি দিতে দিল্লী সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার দিল্লীর শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শিক্ষাখাতে একগুচ্ছ ঘোষণা করে বলেন, “বেসরকারি স্কুলগুলি বার্ষিক ফি বাড়াতে পারবে না। এছাড়া নিতে পারবে না একমাসের বেশি মাসিক ভাতা। পাশাপাশি মকুব করতে হবে পরিবহণ ভাতাও। যে সব অভিভাবকরা টিউশন ফি দিতে পারছেন না, সেই পড়ুয়াদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন এসব বন্ধ করতে হবে। সরকারের সাথে আলোচনা ছাড়া কোনো স্কুলই বার্ষিক ফি বাড়াতে পারবে না।”