চোপড়া পরিবারে অঘটন, পুলিশের কাছে অভিযোগ পরিবারের

নিউ দিল্লি : লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। তবে অতি প্রয়োজনীয় কারণে বাইরে বেরোনো জরুরি হয়ে পড়ছে অনেক সময়। এমনই একটি প্রয়োজনে বাইরে বেরিয়ে মূল্যবান জিনিস হারালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা…

Avatar

নিউ দিল্লি : লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। তবে অতি প্রয়োজনীয় কারণে বাইরে বেরোনো জরুরি হয়ে পড়ছে অনেক সময়। এমনই একটি প্রয়োজনে বাইরে বেরিয়ে মূল্যবান জিনিস হারালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাকা সুদেশ চোপড়া। জানা গেছে নিউ দিল্লী পুলিশ কলোনীর বাসিন্দা তিনি, বাইরে বেরিয়েছিলেন জরুরি কাজের জন্যে। তবে ফেরার সময় দুই ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে তার মূল্যবান জিনিস লুঠ করে নেয়। এই ঘটনার পর তার মেয়ে অভিনেত্রী  মীরা চোপড়া এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

তবে প্রথমে পুলিশ ব্যাপারটিকে অতটা গুরুত্ব না দেওয়ায়, ট্যুইট করেন তিনি। ওই ট্যুইটে লেখেন, “সম্প্রতি পুলিশ কলোনীতে দুই ছিনতাইবাজ আমার বাবাকে অস্ত্র দেখিয়ে মোবাইল ও টাকা লুঠ করে নিয়েছে। তারা দুজনেই একটি স্কুটারে চেপে এসেছিলো। পুলিশ কি এভাবেই জনসাধারণদের নিরাপত্তা দেয়?”

যদিও পুলিশ প্রথমে সক্রিয়তা দেখায়নি তবে ট্যুইটারটি সামনে আসতেই নড়েচড়ে বসে। বেশ তৎপরতায় তাকে সমস্ত তথ্য দিতে বলা হয়। এরপর মীরা চোপড়া এফআইআর সমেত সমস্ত তথ্য ট্যুইট করে পাঠালে পুলিশ যাবতীয় পদক্ষেপ নেয়। সমস্ত লুঠ করা জিনিস ফিরে পায় তারা। আরও একটি ট্যুইট করে এই অভিনেত্রী দিল্লী পুলিশের প্রশংসাও করেন।