Priyanka Chopra: মেয়েকে সাথে নিয়েই ছবি দিলেন প্রিয়াঙ্কা, মালতির এক ঝলকেই মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের রাস্তা পেরিয়ে এখন তিনি হলিউডেরও পরিচিত মুখ। সেখানেও নিজের কাজের তালিকা বাড়িয়ে চলেছেন তিনি। ২০১৮ সালের ১’লা ডিসেম্বর নিজের থেকে দশ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে সাত পাকে ঘোরেন অভিনেত্রী। সেইসময় নিজের বিয়ে নিয়ে বেশ চর্চিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য বলাই বাহুল্য, একজন বলি তারকা হিসেবে কখনোই চর্চার বাইরে ছিলেন না তিনি। তবে বর্তমান সময় দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে চর্চিত তিনি।

অভিনেত্রী এই মুহূর্তে আবারো চর্চার আলোয় উঠে এসেছেন নিজের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সূত্র ধরেই। ২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। জন্মের পর থেকেই নিজেদের সন্তানকে প্রিয়াঙ্কা ও নিক লাইমলাইট থেকে দূরেই রেখেছেন। তারা এখনই নিজেদের সন্তানকে চর্চার আলোতে নিয়ে আসতে চান না। তবে মালতির এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্তমহল। তবে এবার সেই অপেক্ষারই অবসান ঘটেছে। মালতির ঝলক মিলেছে নেটদুনিয়াতেই। অভিনেত্রী নিজেই তার মেয়ের সাথে শেয়ার করে নিয়েছেন ছবি, যার সূত্র ধরেই আপাতত মা ও মেয়ে রয়েছেন চর্চার আলোয়।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

প্রায়ই প্রিয়াঙ্কা ও নিক নিজেদের মেয়ে মালতির সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি ভাগ করে নেন গোটা নেটদুনিয়ার সাথে। তবে কোন ছবিতেই নিজেদের মেয়ের মুখ দৃশ্যমান রাখেননি তারা। স্পষ্ট কারণ তারা এখনই চর্চার আলোতে নিজেদের মেয়েকে নিয়ে আসতে চান না। তবে সম্প্রতি যে ছবির সূত্র ধরে চর্চায় রয়েছেন মালতি ও প্রিয়াঙ্কা, সেখানে তার মুখের অর্ধেক ঝলক মিলেছে। তাকে কোলে বসিয়েই ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি নিজের মেয়ের ছোট ছোট পা দুটিকে নিয়ে খেলতেও দেখা গিয়েছে তাকে। সেই ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়াতেই। উল্লেখ্য আগস্ট মাসে এই ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এই ছবিতে মালতির এক ঝলক মিললেও তার পুরো চেহারা সামনে আনেননি অভিনেত্রী। আপাতত এই ঝলকেই মুগ্ধ গোটা নেটদুনিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

কয়েকদিন আগে নিজেদের বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে নিজেদের মেয়েকে সাথে নিয়েই পুজোতে বসেছিলেন তারা। নিজেদের মেয়ের সাথে একাধিক ছবিও তুলতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছবি শেয়ার করে নিলেও প্রতিটি ছবিতে নিজের মেয়ের মুখের উপর সাদা রঙের হার্ট ইমোজি বসিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তার থেকে আবারো সকলের কাছে স্পষ্ট এখনই তারা নিজেদের মেয়েকে প্রকাশ্যে আনতে চান না। মালতির ঝলক পেতে গেলে অগণিত নেটমহলকে অপেক্ষায় থাকতে হবে আরো।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

খুব শীঘ্রই প্রিয়াঙ্কা চোপড়াকে ফারহান আখতারের ছবি ‘জি লে যারা’তে দেখা যাবে। অভিনেত্রী ছাড়াও এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের দেখা মিলবে। এই মুহূর্তে সকল সিনেমাপ্রেমীরাই এই তিন বিগ বাজেটের অভিনেত্রীকে একইসাথে একই পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।