ইদানিং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কয়েকটি কথা উদ্ধৃত করে ক্যাপশন দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, দীপাবলি আলোর উৎসব।, আলো সবার জন্য। কিন্তু আতসবাজির বিষাক্ত ধোঁয়ায় এই মহামারীর সময়ে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন। তাই মানবিকতার খাতিরে দীপাবলি শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে উদযাপন করার বার্তাই দিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কার এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। প্রিয়াঙ্কার এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরাও প্রিয়াঙ্কাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।
বহু জায়গায় করোনা এই মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেছে। এই মহামারীর সময়ে আতসবাজির দূষিত ধোঁয়া মানুষের আরও ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে রাজস্থান, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মহামারীর কারণে আতসবাজি ব্যবহারের উপর আইনত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট, এই বছরের মতো দীপাবলিতে আতসবাজি বিক্রি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় থেকে সাধারণ মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছিলেন। তবে এই কথা তিনি মিডিয়ায় প্রচার করার পক্ষপাতী ছিলেন না। এছাড়াও প্রিয়াঙ্কা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সচেতনতা-মূলক বার্তা দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তার সাথেই যুক্ত হল দীপাবলির সচেতনতা-মূলক এই ভিডিওটি। এছাড়া প্রিয়াঙ্কার নিজের পোষ্য রয়েছে। তাই তিনিও অনুভব করেন, আতসবাজির আওয়াজে পোষ্যদের অসুবিধার কথা। আতসবাজির আওয়াজ পশু-পাখিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই প্রিয়াঙ্কা সহ বহু সেলিব্রিটি এবার সরব হয়েছেন আতসবাজির বিরুদ্ধে।