Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘শান্তি পেল মেয়ের আত্মা’ হায়দ্রাবাদ কান্ডে এনকাউন্টারের পর প্রতিক্রিয়া প্রিয়াঙ্কার পরিবারের

নৃশংস অত্যাচার সয়ে পৃথিবী ছেড়েছে মেয়ে। আর কোনদিন ডাকবে না মা বলে। তাই হায়দ্রাবাদ গনধর্ষনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম হলে খুশি হন নির্যাতিতার পরিজনরা। ঘরের মেয়ে আর ফিরে…

Avatar

নৃশংস অত্যাচার সয়ে পৃথিবী ছেড়েছে মেয়ে। আর কোনদিন ডাকবে না মা বলে। তাই হায়দ্রাবাদ গনধর্ষনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে খতম হলে খুশি হন নির্যাতিতার পরিজনরা। ঘরের মেয়ে আর ফিরে আসবে না কঠোর বাস্তবকে মেনে নিয়েও এনকাউন্টারের খবর পেয়ে কিছুটা শান্তি মিলেছে প্রিয়াঙ্কা রেড্ডির বাবা, মা ও বোনের মনে। প্রিয়াঙ্কার বাবা বলেন, ‘মেয়েটার আত্মা এবার শান্তি পেল।’

গত ২৭ নভেম্বর নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার আগে কথা হয়েছিল বোনের সাথে শেষ বারের জন্য কথা বলেছিল পশু চিকিৎসক দিদি। তাই অভিযুক্তদের এনকাউন্টারের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছে প্রিয়াঙ্কার বোন। দিদিকে খুঁজতে বেরিয়ে কার্যত পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছিল সে। তবে দুঃখের মাঝেও কিছুটা স্বস্তি দিল এনকাউন্টারের খবর। তাই ধন্যবাদ জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার বাবাও। তিনি বলেন, ‘আজ ১০ দিন পর আমার মেয়ে শান্তি পেল। পুলিশকে ধন্যবাদ জানাই।’

About Author