দাঁত ও মাড়ির সমস্যা? প্রতিদিন সকালে এই মিশ্রণটি খেলেই মুক্তি পাবেন এই সমস্যা থেকে
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শরীরে জলের অভাব দূর করা ছাড়াও রোগ প্রতিরোধেও লেবুর জল অত্যন্ত উপকারী। লেবুতে রয়েছে ভিটামিন সি, সলিউবল আঁশ, পটাশিয়াম, ফলেট, ক্যালসিয়াম, থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি৬, ফসফরাস, রিবোফ্লাভিন, প্যানটোথেনিক এসিড এবং অনেক ফাইটোক্যামিক্যাল। লেবুতে সবথেকে বেশি যেটা রয়েছে তাহলো সাইট্রিক অ্যাসিড যা হজমে উপশমকারী। লেবুর আরেকটি উপকারী দিক যা আমাদের সকলেরই প্রায় অজানা, তা হলো লেবু দাঁত ও মাড়ির সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে যদি নিয়মিত পান করতে পারেন তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। এর পাশাপাশি এটি দাঁত ও মাড়িকে সুস্থ রাখে। তাই শারীরিক সমস্ত রকম পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিদিন সকালে খালি পেটে গরম জল ও লেবুর এই মিশ্রণটি খাওয়া স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।