বলিউডবিনোদন

সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন প্রযোজক একতা কাপুর

Advertisement

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বানসালি সহ আরও আট জন প্রযোজক ও অভিনেতার নামে মামলা দায়ের করা হয়েছে, তালিকায় রয়েছেন জিতেন্দ্রকন্যা একতা কাপুর। এই খবর পেয়েই বেজায় চটেছেন প্রযোজক। সোশ্যাল মিডিয়া মারফৎ সেই ক্ষোভ তিনি উগড়ে দিলেন জনসমক্ষে।

একতা ইনস্টাগ্রামে সুশান্তের ছবি শেয়ার করে ক্যাপশনে সকলকে ধন্যবাদ জানান তার বিরুদ্ধে মামলা করার জন্য। যদিও এটি ছিল একটি ব্যঙ্গোক্তি। প্রযোজকের দাবি, তিনি সুশান্তকে লঞ্চ করেন এবং অভিনেতা হিসেবে পরিচিতি প্রদান করেন তবুও তার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ আনা হলো তা তার বোধগম্য নয়। একতা আরও লেখেন, “সুধীর কুমার ওঝার এই মামলায় যেখানে আমার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুশান্তকে সাতটা ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু ছবি মুক্তিই পায়নি। আর এই কারণেই সুশান্ত এই পদক্ষেপ নিয়েছেন (আত্মহত্যার পথ বেছে নিয়েছেন)”।

উল্লেখ্য বিহারের মোজাফফরপুরে আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের প্রযোজক করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, সলমান খান, একতা কাপুর সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুশান্তের আত্মহত্যা জনিত কেসে। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন প্রযোজক একতা কাপুর।

একতা প্রযোজিত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত এবং এই ধারাবাহিকের সাফল্যের সঙ্গে সঙ্গে তিনিও ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেতে শুরু করেন। এই ধারাবাহিকের সেটেই অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার প্রেম জমে ক্ষীর হয়ে ওঠে যদিও সেই সম্পর্ক পরবর্তী পরিস্থিতিতে অন্যদিকে মোড় নেয়।

Related Articles

Back to top button