ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একটা মেশিন থেকে তিনটি বিজনেস, লাভ হবে ৫০০০ টাকা

Advertisement
Advertisement

ব্যবসা অনেকে করতে পারেন না। আর যারা পারেন তারা প্রচুর মুনাফা লাভ করতে পারেন। কেউ কেউ ব্যবসা শুরু করতে না করতেই ঝাঁপ ফেলে দেন। কেউ ব্যবসা চালাচ্ছেন বছরের পর বছর। সেই সঙ্গে ব্যাংকে টাকাও জমছে ভালোই। কী এমন ফান্ডা যার জন্য সফল হওয়া যায় ব্যবসায়? আর কোন ব্যবসা করা উচিৎ? সেই সব নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন।

Advertisement
Advertisement

ব্যবসা শুরু করার জন্য প্রচুর টাকা যে আবশ্যক এমনটা না। আপনি আপনার সমর্থ্য মতো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এমনও কিছু ব্যবসা রয়েছে যেখানে একাধিক প্রোডাক্ট তৈরি করা যাবে। মানে হল একবার টাকা ঢেকে তিন রকম ব্যবসা চালানো যাবে এক সঙ্গে। একটি মেশিন দরকার। বাজার থেকে এই মেশিন কিংবা গুগলে সার্চ করে এই মেশিন সম্পর্কে জানতে পারবেন। আর কাঁচা মালের মধ্যে মূলত দরকার পড়বে ময়দা। মেশিন কেনার পর কতটা ময়দা কিনবেন সেটা আপনার বাজেটের ওপর নির্ভর করবে।

Advertisement

Business idea

Advertisement
Advertisement

এই অটোমেটিক মেশিনের সাহায্যে তিন রকমের জিনিস তৈরি করা যায়। তিনটি খাবারে সামগ্রী। একটি চাউমিন, দ্বিতীয় পাস্তা এবং তৃতীয় ম্যাকেরনি। একের জায়গায় একেক আইটেমের দাম থাকে। আপনি কোন জায়গায় বা বাজারে বিক্রি করবেন সেই অনুযায়ী প্রোডাকশন তৈরি করতে পারেন। হোল সেলারের কাছেও সরাসরি বিক্রি করতে পারবেন।

তিনটি প্রোডাক্টের গড়ে প্রতি কেজি অনুযায়ী ২০ টাকা করে লাভ হয়ে থাকে। কেউ যদি ৮ ঘণ্টা কাজ করেন তাহলে মোটামুটি ২৫০ কেজি প্রোডাকশন তৈরি করা যাবে। ২৫০*২০ করলে প্রতি দিনের হিসেবে লাভ হবে ৫ হাজার টাকা। কাঁচা মাল ছাড়াও লেবার এবং কারেন্টের বিলের খরচ থাকবে।

Related Articles

Back to top button