নিউজরাজ্য

CAA, NRC : রাজ্যের প্রতিটা জেলার মতো নদীয়ার রানাঘাটে বিক্ষোভ মিছিল

Advertisement

ভারত বার্তা মলয় দে নদীয়া:- মানুষের জন্য সরকার, মানুষের জন্য আইন, মানুষ যদি না চায় তাহলে এই আইন বাতিল হবেই, এর আগেও অজস্র উদাহরণ আছে যেখানে আইন বা তিল হয়েছে, ঝাড়খণ্ডের ভোটের ফলাফল প্রমাণ করেছে বিজেপির পায়ের তলায় আর মাটি নেই, সোমবার এন আর সি এবং সি এ এর প্রতিবাদে নদীয়ার রানাঘাটে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে এ কথা বললেন নদীয়া জেলার পর্যবেক্ষক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।


এদিন রানাঘাট শহরে একটি প্রতিবাদ মিছিল করে মঞ্চ থেকে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন রাজিব বন্দ্যপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শংকর সিংহ, জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু শহর তৃণমূল কংগ্রেসের বিধায়করা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজিব বন্দ্যপাধ্যায় আরো বলেন, আমাদের দাবি আমরা নিজেরাই নাগরিক, এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। সবাই এই দেশের নাগরিক,তাদের আবার নতুন করে এ দেশের নাগরিকত্ব নিতে হবে এটা আবার কোন দেশের কথা। এই আইন সাধারণ মানুষ বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবে, এরপর বিজেপি 303 থেকে একেবারে তিনে নেমে যাবে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হোক। সরকারি সম্পত্তি নষ্ট করা আমরা সমর্থন করি না।

Related Articles

Back to top button