সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। অবশেষে হসপিটাল থেকে ছাড়া পেলেন পূজা ও তাঁর সন্তান। হসপিটাল থেকেই ছাড়া পেয়েই বাড়ি ফিরে প্রথমেই ভক্তকুলের মেসেজের উত্তর দিলেন পূজা। সেইসঙ্গে পূজা জানিয়েছেন,তাঁর অভিজ্ঞতা। তিনি বলেছেন, হসপিটালে ভর্তির আগের দিন তিনি ও তাঁর স্বামী কুণাল গোটা রাতটা জেগেই কাটিয়েছিলেন কারণ তাঁদের প্রচন্ড টেনশন হচ্ছিল। পরের দিন পূজা যখন হসপিটালে ভর্তি হন তখন কুণালকে করোনা পরিস্থিতির কথা ভেবে লেবার রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়নি যদিও কুণাল অনেকবার অনুরোধ করেছিলেন। কারণ পূজা ও কুণাল দুজনের কাছেই এই অভিজ্ঞতা নতুন। তাই সেই সময়টা তাঁরা পরস্পরের হাত ধরে থাকতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। তাঁকে সন্তানের মুখ দেখানোর পর ডাক্তার বলেন, এরপর বাচ্চাটিকে তাঁরা রিকভারি রুমে দেখতে পাবেন কারণ বাচ্চার শ্বাসজনিত সমস্যা রয়েছে। সেই সময় পূজা ভেঙে পড়েছিলেন। এই ঘটনার তিন দিন পরে ডাক্তাররা শিশুটিকে সুস্থ ঘোষণা করেন। পূজা ও কুণাল স্বাভাবিকভাবেই প্রচন্ড টেনশনে ছিলেন। ডাক্তারের ঘোষণা তাঁদের স্বস্তি দেয়। পূজা ও কুণাল তাঁদের সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। কিন্তু সেই ছবিতে তাঁরা সন্তানের মুখ দেখতে দেননি এবং সেই জায়গায় একটি ইমোজি দিয়েছেন। নিয়ম অনুযায়ী,নবজাতকের জন্য বাড়িতে পুজো করার পর পূজা ও কুণালের সন্তানের মুখ দেখা যেতে পারে।পূজা ও কুণাল তাঁদের শুভানুধ্যায়ী ও ভক্তকুলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পাশে থাকার জন্য।
গত বছর দুর্গাপূজার আগে অভিনেতা কুণাল ও পূজা রেজিস্ট্রি ম্যারেজ করেন। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা অনুষ্ঠানে যোগ দিয়ে পূজা জানান এই কথা। চলতি বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিক বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু তাঁরা তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। পূজা ও কুণালের এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’-তে অভিনয় করছিলেন। লকডাউনের সময় পূজা এই সিরিয়ালটি ছেড়ে দিলেও কারণ প্রকাশ করেননি। গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল নিজেদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন নেটিজেনরা বুঝতে পারেন,পূজা গর্ভবতী হওয়ার কারণে সিরিয়াল ছেড়েছিলেন। নেটিজেনরা ও ইন্ডাস্ট্রির সবাই পূজা,কুণাল ও তাঁদের পুত্রসন্তানকে শুভকামনা জানিয়েছেন।