নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ আইনে পরিণত হতেই বিরোধিতা বাড়ছে দেশ জুড়ে। অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যগুলোতে। দেশ জুড়ে বিরোধিতার সুর আরও প্রকট হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। যেকোন মূল্যে বাংলায় নাগরিকত্ব আইনের প্রয়োগ আটকানোর কথা ঘোষণা করেছেন তিনি।
এবার আরও দুই রাজ্যের সমর্থন পেলেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই পাঞ্জাব ও কেরালাও জানিয়ে দিল নাগরিকত্ব আইন প্রয়োগ করবে না তারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেন, ‘এই বিল অসাংবিধানিক। পাঞ্জাবে আইন করে এই বিল আটকানো হবে। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরী করে এই বিল প্রয়োগ করা হবে না।’
অন্যদিকে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ প্রসঙ্গে জানিয়েছেন ‘দেশের সংবিধান জাতি ধর্ম নির্বিশেষে নাগরিকত্বের অধিকার দেয়। এই বিল সংবিধানকে অমান্য করছে।’ কেরালায় এই বিল কোনমতেই প্রয়োগ করতে দেবেন না তিনি, এমনটাই জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী।