Punjab National Bank: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন পরিষেবা শুরু, গ্রাহকরা এই সুবিধা পাবেন
বর্তমান যুগে প্রায় সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই প্রায় ক্যাশ টাকা সাথে নিয়ে ঘোরেন না। অনলাইন পেমেন্টের মাধ্যমেই নিজেদের সমস্ত লেনদেন করেন তারা। এই বিষয়টি সুবিধাজনক তো বটেই পাশাপাশি যথেষ্ট নিরাপদও। ঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলেই নিরাপত্তার সাথে লেনদেন করা যায় বড় অঙ্কের টাকাও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন পরিষেবা, যা নিঃসন্দেহে নিজের গ্রাহকদের লেনদেনের নিরাপত্তার কথা মাথায় রেখেই শুরু করা হল।
পিএনবি নিজের গ্রাহকদের জন্য নিয়ে এল ডিজিটাল রুপে মোবাইল অ্যাপ। এরপর থেকে পিএনবির গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে লেনদেন করতে পারবেন।
কিভাবে রেজিস্টার হবেন এই অ্যাপে?
১) গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে পিএনবি ডিজিটাল রুপে অ্যাপ।
২) ব্যাঙ্কে যে ফোন নম্বর নথিভুক্ত করা রয়েছে সেই নম্বরটিই উক্ত অ্যাপে নিবন্ধিত করতে হবে।
৩) এরপর অ্যাপের পিন সেট করতে হবে।
৪) এরপর ওয়ালেট নির্বাচন করে পিএনবি অ্যাকাউন্টের সাথে সংযোগ স্থাপন করাতে হবে অ্যাপটির।
৮) ডেবিট কার্ডের বিবরণও নিবন্ধিত করতে হবে।
৯) এরপর নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে যেকোনো ধরনের লেনদেন এই অ্যাপের মাধ্যমে করতে পারেন পিএনবির গ্রাহকরা।