ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন স্কিমে ব্যাঙ্কে সোনা রাখলে মিলবে সুদ

Advertisement

মোদি সরকারের নির্দেশ অনুযায়ী Gold Monetization scheme অনুযায়ী গ্রাহকদের থেকে সোনা জমা নেবে ব্যাঙ্ক। এই স্কিমে সোনা ব্যাঙ্কে জমা রাখলে ব্যাঙ্ক থেকে গ্রাহক সুদ পাবে। এবার থেকে খরচ করে সোনা আর লকারে রাখার প্রয়োজন নেই। তবে ৯৯৫ শুদ্ধতার সোনা ৩০ গ্রাম রাখা বাধ্যতামূলক। CPTCS উপভোক্তাদের সোনা শুদ্ধতার সার্টিফিকেট দেওয়া হবে। ২.২৫-২.৫০ শতাংশ সুদ পাবে স্কিমে। দ্রুতগতিতে শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। অর্থমন্ত্রালয় গোল্ড মনিটাইজেশন স্কিমে গ্রাহকদের থেকে কত সোনা নেওয়া হবে তার লক্ষ্য স্থির করার জন্য জানিয়েছে। CNBC আওয়াজের সূত্র অনুযায়ী ত্রৈমাসিকে হিসেব অনুযায়ী এই লক্ষ্য ঠিক করতে হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : প্রেমের জোয়ারে ভাসলেন মধুমিতা মৈত্র, নতুন চমক আসছে শীঘ্রই

এর জন্য ব্যাঙ্কগুলিকে HNI চিহ্নিত করা হবে এবং নতুন পোর্টাল খোলা হবে গোল্ড মনিটাইজেশনের জন্য।বিষয়টি নিয়ে বৈঠক করেছে অর্থ মন্ত্রালয়, ব্যাঙ্ক ও গোল্ড সেক্টর। মন্দির ট্রাস্ট গুলির সোনাকেও এই স্কিমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। মোদি সরকারের গোল্ড মনিটাইজেশন স্কিমের নিয়ম পরিবর্তন করে আরবিঅাই জানিয়েছে ইচ্ছুক ব্যক্তিরা ব্যাঙ্কে সরাসরি সোনা জমা দিতে পারবে। এস বি আই ৫ লক্ষ গ্রাহকের চিহ্নিত করেছে। এবং FY20 তে ৩.৫ টন সোনা জমা করেছে। FY21 এ ব্যাঙ্ক অফ বরোদা ২০০ কিলো সোনা জমার লক্ষ্য স্থির করেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক ইতিমধ্যেই ৪০ কিলো সোনা জমা করেছে।

Related Articles

Back to top button