ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু বিশ্বচ্যাম্পিয়নশিপে জাপানের ওকুহারা স্ট্রেট গেমে ২১-৭, ২১-৭ র হারিয়ে বিশ্ব সেরার মুকুট মাথায় পরেন সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই ধরনের রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি। ২০১৭-১৮-১৯ পর পর তিনবছর টানা বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছেন তিনি। ২০১৭ ও ২০১৮ তে ফাইনালে উঠেও রানার্স আপ হয়ে রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সিন্ধু কে এর মধ্যে ২০১৭ সালে এই ওকুহারার কাছেই দীর্ঘ হাড্ডাহাড্ডি লড়াই এর পর হারতে হয় সিন্ধু কে তাই এই ম্যাচে ওকুহারা কে উড়িয়ে দিয়ে কার্যত সেই হারের মধুর প্রতিশোধ টাও নিয়ে নিলেন তিনি। সিন্ধুর এই জয়ে আপ্লুত গোটা দেশ ক্রীড়া মহল জুড়ে সিন্ধুর জয়জয় কার সোশ্যাল মিডিয়া জুড়ে সিন্ধুতরঙ্গ বয়ে চলেছে। ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গতবারের হারের পর এবার সমর্থক দের কথা দিয়েছিলেন সিন্ধু সেই কথাটাই রাখলেন এই শাটলার।