বলিউডবিনোদন

তৈরি হল শাহরুখ-গৌরির বাড়িতে ঝাঁ চকচকে কোয়ারেন্টাইন সেন্টার, দেখুন সেই ভিডিও

Advertisement

কৌশিক পোল্ল্যে: নিজের চারতলাবিশিষ্ট আলিশান অফিসটি করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য ছেড়ে দেন শাহরুখ ও গৌরী। এনজিও সংস্থা মীর ফাউন্ডেশন এবং বিএমসির যৌগ উদ্যোগে ইতিমধ্যেই অফিসটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্মান করার কাজ সম্পূর্ন হয়েছে। নিজের ইনস্টাগ্রামে সেই খবর ভক্তদের জন্য উন্মুক্ত করলেন শাহরুখপত্নী গৌরী খান।

সমগ্র অফিসের পরিবর্তিত রূপের একটি ভিডিও গর্বের সঙ্গে শেয়ার করেন তিনি। ভিডিয়োতে লেখা সাবটাইটেল থেকে জানা গিয়েছে, মোট ২২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোয়ারেন্টাইন সেন্টারটিতে। বিশেষত মহিলা, শিশু ও বয়স্কদের জন্য এখানে কোয়ারেন্টিনের সুব্যবস্থা রয়েছে। ভিডিও দেখে উচ্ছসিত ফ্যানসরা এই দম্পতির জয়জয়কার গেয়ে তাদের কুর্নিশ জানিয়েছেন। উল্লেখ্য অভিনেতা সোনু সুদ এবং অভিনেত্রী আয়শা টাকিয়ারাও একই পথে হেঁটে নিজেদের বিলাসবহুল হোটেলগুলি করোনা কবলিত মানুষদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য ছেড়ে দিয়েছেন।

‘দিলওয়ালে’ শাহরুখ খান করোনা বিপর্যয়ে যা কিছু মহান উদ্যোগে সামিল হয়েছেন তা সত্যিই প্রংশসনীয়। এক্ষেত্রে তার স্ত্রী গৌরীর ভূমিকাও কিছু কম নয়। উক্ত অফিসটি মূলত গৌরীই ব্যবহার করত, জানান কিং খান নিজে। শাহরুখ নিবেদিত মীর ফাউন্ডেশন নামক সংস্থাটি মুম্বাইয়ের ২৫ হাজার নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে সমগ্র লকডাউন পর্ব চলাকালীন। এছাড়াও সিনেপাড়ার দরিদ্র কর্মীরা এই মর্মে রেশনও পাবেন।

ব্যক্তিগত অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলসহ আরও তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক অনুদান পৌঁছে গিয়েছে শাহরুখের তরফ থেকে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া মহারাষ্ট্র, ঝাড়খন্ড, উত্তরাখন্ড, দিল্লি এবং বাংলার ১০০জন অ্যাসিড আক্রান্তকে মাসিক বৃত্তিও প্রদান করবে শাহরুখের সংস্থা, যা নিঃসন্দেহে একটি মহান উদ্যোগ।

এশিয়ার ধনীতম সেলেবদের মধ্যে অন্যতম শাহরুখ দুর্দিনে দেশের পাশে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলায় কাঁধে কাঁধে মিলিয়ে সাহায্য করতে সদাপ্রস্তুত, সেকথাই বুঝিয়ে দিলেন নিজের কাজে।

Related Articles

Back to top button