Today Trending Newsদেশনিউজ

কোয়ারেন্টাইনে ব্যবহার করা হবে রেলের কোচ, অভিনব উদ্যোগ রেলের

Advertisement

করোনা আতঙ্কে গোটা দেশ লকডাউন, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় রেল ট্রেনের কোচকে কোয়ারেন্টাইন বানানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু কোয়ারেন্টাইনই নয় রেলের বগিতে থাকার ব্যবস্থা করা হবে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য এমনটাই চায় রেল কতৃপক্ষ।

রেলের প্যান্ট্রি কার গুলিকে বানানো হবে মোবাইল কিচেন বানানোর এমন পরিকল্পনা করা হচ্ছে। প্যান্ট্রি কার কোয়ারেন্টাইনে থাকা রোগী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবার সরবরাহ করবে, এই মোবাইল কিচেনের মাধ্যমে বিভিন্ন স্টেশনে থাকা কোয়ারেন্টাইন কোচেও খাবার পাঠানো যাবে।পশ্চিম রেল এই কর্মকান্ডে প্রথম উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই কোন কোন জোনের কোন কোন স্টেশনে কোয়ারেন্টাইন কোচ রাখা হবে তাও চূড়ান্ত করে ফেলেছে। শহর থেকে দূর এলাকাতেও পাঠানো যাবে এই সব কোচ। পরিকল্পনা অনুযায়ী ট্রেনের একটি কোচে ন’জন করে থাকতে পারবে। ২০ হাজার কোচকে কোয়ারেন্টাইন হিসেবে গড়ে তোলা হবে।

রেলের উন্নতমানের কোচ গুলিতে কোয়ারেন্টাইন বানানোর হবে, তবে তা কিভাবে হবে,কেমন ডিজাইন হবে এসব নিয়ে আলোচনা চলছে, নির্দেশও পেয়ে গিয়েছেন রেল কতৃপক্ষ। এইসব রেল কোচ রাখার স্থান, এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রিক আলোচনাও ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। এইসব পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রয়োজনীয় বিষয়সমূহ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব।

Related Articles

Back to top button