কৌশিক পোল্ল্যে: শুধু টিভির পর্দায় নয়, বাস্তবেও তিনি দিদি নং ১, সেকথা প্রমানিত হল আবারো। লকডাউনে গরিব ও দুঃস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এলেন টলিপাড়ার কিংবদন্তী অভিনেত্রী এবং বর্তমানে বাংলার জনপ্রিয় টিভি শো ‘দিদি নং ১’ এর সঞ্চালিকা।
নিজের এলাকায় আশেপাশের অসহায় মানুষদের সেবায় রাস্তায় নেমে সকলের হাতে তুলে দিলেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। নিজেই এলাকার বিভিন্ন স্থানে স্যানিটাইজেশনের কাজে হাত লাগান তিনি। এই সময়ে গরিবদের পাশে শক্তহাতে দাঁড়ালেন দিদি।
রচনা জানান, লকডাউনে সমস্যায় পড়া মানুষদের যথাসাধ্য সাহায্য করতেই তার ও তার টিমের মানুষদের এই উদ্যোগ। সকলে সামাজিক দূরত্ব মেনেই দানসামগ্রী গ্রহন করছেন। অভিনেত্রী নিজে রাস্তায় নামেন পুরো নিরাপত্তার সঙ্গে, হাতে গ্লাভস ও মুখে মাস্ক সমেত।
তার সঙ্গে এই উদ্যোগে সামিল হন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি জানান, এসময় সাধারন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একটি সামাজিক কর্তব্য। এলাকার দুর্দিনে তাই কাঁধে কাঁধ মেলালেন দুই মহারথী।