অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সলমন খান ফিল্মস -এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল সলমন খান (salman khan)অভিনীত ফিল্ম ‘রাধে’-র ফার্স্ট লুক। গত বছর করোনা অতিমারীর কারণে ‘রাধে’-র শুটিং মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। আনলক পর্বে আবারও শুরু হয় ফিল্মের শুটিং। কিন্তু করোনা অতিমারীর আতঙ্ক তাড়া করেছে সকলকে। ফলে সলমন ‘বায়ো বাবল’-এ থেকে শুটিং করেছেন। গত বছর 14ই অক্টোবর ফিল্মের শুটিং শেষ হয়। ‘রাধে’ সাউথ কোরিয়ান ফিল্ম ‘আউটলজ’-এর রিমেক।
সলমন তাঁর অনুরাগীদের কথা দিয়েছিলেন, ‘রাধে’ আগামী ঈদের দিন মুক্তি পাবে। ফলে পবিত্র রমজান মাসকেই বেছে নেওয়া হয়েছে ‘রাধে’-র ফার্স্ট লুক প্রকাশের জন্য। এই ফিল্মে সলমন একজন আন্ডারকভার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। ফিল্মে অ্যান্টি-হিরোর ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা (Randeep hooda)। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ‘রাধে’ অ্যাকশনে ভরপুর। ট্রেলারে সলমন তো নজর কেড়েছেনই, কিন্তু তার পাশাপাশি প্রশংসিত হয়েছে রণদীপ হুডার লুক। ‘রাধে’-র ট্রেলার রিলিজের দুই ঘন্টার মধ্যেই 972 k ভিউজ ছাড়িয়ে গিয়েছে। তবে ট্রেলারে দিশা পাটানি (Disha patani) -র চরিত্র ততটা গুরুত্বপূর্ণ ছিল না। ‘রাধে’-র ট্রেলারে বহুদিন পরে জ্যাকি শ্রফ (jacky shroff)-এর অভিনয় নজর কেড়েছে।
সলমন খান প্রযোজিত ‘রাধে’-এর ট্যাগলাইন ‘দি মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিবর্তন করে ‘ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ করা হয়েছে যে সলমনের অনুরাগীদের কাছে প্রশংসিত হয়েছে। ফিল্মটি পরিচালনা করেছেন প্রভু দেবা (prabhu deva)। চলতি বছরের 13 ই মে ঈদ-উল-ফিতর-এর দিন নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে’। কিন্তু করোনা আবহে যেসব দর্শকরা প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, তাঁদের কথা ভেবে একই দিনে স্ট্রিমিং মিডিয়া জি প্লেক্স ও জি ফাইভে মুক্তি পাবে ‘রাধে’। ফলে ঘরে বসেও নিশ্চিন্তে সলমনের অভিনয় দেখতে পারবেন তাঁর ভক্তকূল।