Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জম্মু-কাশ্মীরের আবহাওয়ার খবর দিল রেডিও পাকিস্তান, পাল্টা জবাব ভারতের

জম্মু-কাশ্মীর : পাকিস্তানের রেডিও চ্যানেলে দেওয়া হলো জম্মু কাশ্মীরের আবহাওয়ার খবর। রবিবার রেডিও পাকিস্তানের তরফে জম্মু, পুলওয়ামা, শ্রীনগর এবং লাদাখের আবহাওয়ার খবর দেওয়া হয়। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, মুজফফরাবাদ…

Avatar

জম্মু-কাশ্মীর : পাকিস্তানের রেডিও চ্যানেলে দেওয়া হলো জম্মু কাশ্মীরের আবহাওয়ার খবর। রবিবার রেডিও পাকিস্তানের তরফে জম্মু, পুলওয়ামা, শ্রীনগর এবং লাদাখের আবহাওয়ার খবর দেওয়া হয়। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, মুজফফরাবাদ এবং বালটিস্তানের আবহাওয়ার খবর দেওয়া শুরু করেছে ভারতের মৌসম ভবন। ভারতের সেই সিদ্ধান্তের পাল্টা জবাব দিতেই এদিন রেডিও পাকিস্তানের তরফে জম্মু-কাশ্মীরের আবহাওয়ার খবর দেওয়া হয়। পাকিস্তানের এই পদক্ষেপের পর কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা আরও বাড়লো বলে মনে করা হচ্ছে।

আজ রেডিও পাকিস্তানের দেওয়া আবহাওয়ার খবর অনুযায়ী, ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের বেশিরভাগ অংশ মেঘাচ্ছন্ন থাকবে। জম্মুর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানায় রেডিও পাকিস্তান। জম্মুর পাশাপাশি শ্রীনগর, পুলওয়ামা এবং লাদাখের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খবরও জানানো হয়। পাকিস্তানের এই কাজ দুই দেশের মধ্যে সমস্যা আরও বাড়াবে বলেই মত কূটনৈতিক মহলের। প্রসঙ্গত, কয়েক মাস আগে পাকিস্তানের সুপ্রীম কোর্ট পাক অধিকৃত কাশ্মীরে ভোট করার অনুমতি দেয়। তখন দেয় সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, “জোর করে দখল করে থাকা কোনো এলাকায় পাকিস্তান ভোট করাতে পারে না।” এই ঘটনার পরেই ভারতের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, বালটিস্তান, মুজফফরাবাদে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার থেকে আবহাওয়ার খবর দেওয়া শুরু করে দিল্লির মৌসম ভবন। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতের এই সিদ্ধান্ত বেআইনি। তারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে।” এরপরই আজ রেডিও পাকিস্তানের তরফে আবহাওয়ার খবর প্রকাশ করা হয়।

About Author