কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর শরীরে করোনা ভাইরাস আছে বলে সন্ধেহ করছেন বিজেপির সাংসদরা। তাদের বক্তব্য তারা সদ্য ইতালি থেকে ফিরেছেন। তাদের শরীর থেকে ভাইরাস ছড়াতে পারে এমনই কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস সাংসদরা। এই কথা শুনে কংগ্রেস সাংসদরা হইচই করতে শুরু করেন। আর তার জেরেই স্পিকার বাধ্য হন লোকসভা ছেড়ে বেরিয়ে আসতে এবং কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।
স্পিকার বার বার থামতে বললেও তারা শোনেনি। কংগ্রেসের সাংসদদের দাবী নির্দল সাংসদ হনুমান বেনিওয়ালকে ক্ষমা চাইতে হবে। কারণ প্রথমে তিনিই এই বিষয়টি তুলেছিলেন। ক্ষমা না চাইলে তাকে বহিস্কার করতে হবে এমনটাও তারা দাবী করেন।
আরও পড়ুন : উত্তাল লোকসভা, ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করলো স্পিকার
বিজেপির এমপি রমেশ বিধুরি বলেন যে যারা ইতালি থেকে আসছেন তাদের শরীরে করোনাভাইরাস মিলেছে। এরসাথে তিনি রাহুলকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৬ দিন আগেই ইতালি থেকে ফিরেছেন। তার শরীরে ভাইরাস আছে কিনা পরীক্ষা করে দেখার কথা ও বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন যে যারা রাহুল গান্ধীর পাশে বসে ছিলেন, তাদেরকেও পরীক্ষা করানো উচিত।
রাহুল গান্ধী আবার টুইটে বলেন যে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, সেটাকে মনে হচ্ছে টাইটানিকের ক্যাপ্টেন যাত্রীদের বলছেন যে প্যানিক হবেন না। এই জাহাজ ভাঙবে না।