নাকুলা পাসে ভারত-চিন সংঘর্ষ, প্রধানমন্ত্রীকে টুইট করে খোঁচা রাহুলের

নয়াদিল্লি: উত্তর সিকিমে নাকুলা পাসে ভারত ও চিনা সেনারা সংঘর্ষের পর কেন এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, 'প্রায় এক…

Avatar

নয়াদিল্লি: উত্তর সিকিমে নাকুলা পাসে ভারত ও চিনা সেনারা সংঘর্ষের পর কেন এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তা নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘প্রায় এক মাস হতে চলল মিস্টার, ৫৬ ইঞ্চি চিন নিয়ে কোনও কথা বলেননি।’

ভারত-চিন সংঘর্ষের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী কয়েকমাসে ‘চিন’ নিয়ে কোনও কথা বলেননি। এদিকে চিনারা ভারতে তাদের দখলদারিত্ব আরও প্রসারিত করছে। রাহুল গান্ধী বলেন, ‘চিন তার ভূখণ্ড ভারতের ভূখণ্ডে প্রসারিত করছে। মিঃ ৫৬ ইঞ্চি কয়েক মাস ধরে ‘চিন’ শব্দটি বলেননি।’ রাহুল গান্ধী টুইট করে এও বলেছেন যে তিনি ‘চিন’ শব্দটি বলা শুরু করলে তবে হয়ত প্রধানমন্ত্রী বলা শুরু করতে পারেন।

শনিবার এক বক্তৃতায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন যে, ‘চিনা সেনারা ভারতীয় অঞ্চল দখল করেছে। কিন্তু প্রধানমন্ত্রী দেশের নাম বলতেও পারছেন না। চিনা জনগণের সাহস আছে কারণ প্রধানমন্ত্রী মোদি আমাদের অর্থনীতি ধ্বংস করেছে। চিনারা যখন আমাদের অঞ্চলে প্রবেশ করেছিল, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, কেউ প্রবেশ করেনি।’

সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিম্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। চিনা সেনার অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।