দেশনিউজ

কেন্দ্রের আর্থিক প্যাকেজ সঠিক দিশার প্রথম পদক্ষেপ, বললেন রাহুল গান্ধী

Advertisement

প্রধানমন্ত্রীর ঘোষণা মতো গত মঙ্গলবার রাত ১২ টা থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। প্রয়োজন অনুসারে এই লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু এই লকডাউনের ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দারিদ্রসীমার নীচে বসবাসকারী গরীব মানুষকে। তাই এদের জন্য অর্থ ও খাদ্য সংস্থানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই দাবিকে কিছুটা হলেও মান্যতা দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র।

কৃষক, শ্রমিক, মজদুর, মহিলা ও বয়স্ক সহ সমাজের প্রায় সব শ্রেণির গরিব মানুষই এই প্যাকেজের সুবিধা পাবেন বলে জানা গেছে।দেশের অসহায় মানুষের সাহায্যার্থে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রের এই প্যাকেজকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এর আগে তিনি গরীব মানুষের বিষয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছিলেন।

কিন্তু এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার পর কংগ্রেস সাংসদ ট্যুইট করে জানান, ‘সরকার আজ যে আর্থিক সহায়তার সিদ্ধান্ত ঘোষণা করেছে, তা সঠিক দিশার প্রথম পদক্ষেপ। কৃষক, শ্রমিক, মজদুর, মহিলা ও বয়স্কদের কাছে ভারতবর্ষ ঋণী। লকডাউনের সময় ওদেরই বোঝা বয়ে বেড়াতে হচ্ছে।’ তাই ওদের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন রাহুল।

Related Articles

Back to top button