Today Trending Newsদেশনিউজ

যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া

Advertisement

বছরের শুরুতেই ভাড়া বেড়েছিল রেলের। তবে তাতেও লাভের মুখ দেখেনি ভারতীয় রেল। তাই এবার আবারও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কয়েকদিনের আবারও ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে দুশ্চিন্তা বাড়ছে রেলযাত্রীদের।

রেল মন্ত্রক সূত্রে খবর, ভাড়া না বাড়িয়ে উপায় নেই। লোকসানের মধ্যে চলতে চলতে একসময় মুখ থুবড়ে পড়তে পারে রেল যোগাযোগ ব্যবস্থা। তাই এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে মন্ত্রক। গত ১ লা জানুয়ারি কিলোমিটার প্রতি ৪ পয়সা ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেল। তা স্বত্ত্বেও লোকসান কমেনি। রেলমন্ত্রী পিযুষ গয়াল জানিয়েছেন, ‘মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ হাজার কোটি টাকা। বছরের শুরুতে যে ভাড়া বাড়ানো হয়েছে তাতে এর মাত্র ৫ শতাংশ ক্ষতি পূরণ হবে।’

আরও পড়ুন : মিছিল ঘিরে ব্যাপক ধুন্ধুমার, আটক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়

রেল মন্ত্রক সূত্রে খবর, ২০০৪ সালে রেলে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৮ হাজার কোটি টাকা। ২০১৯ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার কোটিতে। সরকারি কোষাগার থেকে এত টাকা ভর্তুকি দিয়ে রেল ব্যবস্থা বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয় জানাচ্ছে রেল মন্ত্রক। আগামী রেল বাজেটের আগেই বাড়তে পারে এক্সপ্রেসের ভাড়া, এমনই খবর রেল মন্ত্রক সূত্রে।

Related Articles

Back to top button