দেশনিউজ

Indian Railways: রেলওয়ে লোয়ার বার্থের নতুন নিয়ম, এই যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে নীচের সিট

লোয়ার বার্থে থাকা প্রবীণরা লোয়ার বার্থে অগ্রাধিকার পান। লোয়ার বার্থ আগে থেকে রিজার্ভ করা না থাকলে তবেই পাওয়া যাবে।

Advertisement
Advertisement

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, বিশেষ করে রাতে, তাহলে সবচেয়ে বড় সমস্যা হয় বার্থ নিয়ে। যদি কোনও বয়স্ক ব্যক্তির সাথে ভ্রমণ করেন তবে সর্বদা লোয়ার বার্থ পাওয়ার চেষ্টা করুন যাতে আপনাকে সমস্যার মুখোমুখি হতে না হয়। বয়স্ক ও অন্তঃসত্ত্বা মহিলাদের যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য রেলের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Advertisement

প্রবীণরা লোয়ার বার্থে অগ্রাধিকার পান

Advertisement

সঙ্গে যদি বয়স্ক ব্যক্তিরা থাকেন, তাহলে রেলের নিয়ম অনুযায়ী আপনি সহজেই লোয়ার বার্থ পেতে পারেন। রেলের নিয়ম অনুযায়ী, লোয়ার বার্থে থাকা প্রবীণরা লোয়ার বার্থে অগ্রাধিকার পান। যদিও সম্প্রতি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লোয়ার বার্থ আগে থেকে রিজার্ভ করা না থাকলে তবেই পাওয়া যাবে।

Advertisement
Advertisement

ফার্স্ট কম ফার্স্ট সার্ভ নিয়ম

এটি ফার্স্ট কম ফার্স্ট সার্ভ নিয়মের ওপর ভিত্তি করে পাবেন। বুকিংয়ের সময় যদি লোয়ার বার্থ বরাদ্দ থাকে তবেই যদি রিজার্ভেশন চয়েস বুকে টিকিট বুক করেন, তাহলে লোয়ার বার্থ পাবেন। তবে সিট পাওয়া না গেলে আসন পাওয়া যাবে না। যদি প্রবীণ নাগরিকরা লোয়ার বার্থ সুবিধা পেতে চান তবে পুরুষের বয়স ৬০ বছরের বেশি এবং মহিলার বয়স ৫৮ বছরের বেশি হতে হবে।

স্লিপার ক্লাসে কোচ প্রতি ছয়টি লোয়ার বার্থ

নারী ও পুরুষকে একই টিকিট দিয়ে ভ্রমণ করতে হবে। স্লিপার ক্লাসে কোচ প্রতি ছয়টি লোয়ার বার্থ রয়েছে, তৃতীয় এসি-তে কোচ প্রতি তিনটি লোয়ার বার্থ রয়েছে এবং দ্বিতীয় এসি-তে প্রতি কোচে তিনটি লোয়ার বার্থ রয়েছে। রাজধানী, দুরন্ত এবং সম্পূর্ণ এসি এক্সপ্রেস ট্রেন ৩টি এসি প্রতি কোচে চারটি নিম্ন বার্থ রয়েছে।

Railway Rules for lower Berth to know

অন্তঃসত্ত্বা বা বয়স্ক মহিলারাও অনেক সুবিধা পান। কোনো অন্তঃসত্ত্বা যাত্রী যদি আপনার সঙ্গে ভ্রমণ করে থাকেন, তাহলে তিনি নিচের বার্থে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া ৪৫ বছর বা তার বেশি বয়সের নারীরাও কম জন্মের ক্ষেত্রে অগ্রাধিকার পান। প্রবীণ নাগরিক বা মহিলারা কেবল বুকিং কাউন্টার বা রিজার্ভেশন অফিস থেকে লোয়ার বার্থের আসন বুক করতে পারেন। এ ছাড়া অন্তঃসত্ত্বা নারীদের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে।

Advertisement

Related Articles

Back to top button