করোনা মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে সমস্ত পরিষেবায়। তবে এই পরিস্থিতিতেও পণ্যবাহী রেলগুলি যেভাবে বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে সেই বিষয়ে মনে করালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি ফেসবুকে এই বিষয়ক একটি ভিডিও পোস্ট করে সেই সমস্ত রেলকর্মীদের স্যালুট জানিয়েছেন, যারা এই বিপদের সময়েও অনবরত পরিষেবা দিয়ে চলেছেন।
উল্লেখযোগ্য, লকডাউন ঘোষিত হওয়ার সময়েই বলা হয়েছিলো দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যদ্রব্যসহ অতি প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় সহায়তা করবে ভারতীয় রেল। পণ্যবাহী ট্রেন চলবে সারা দেশজুড়ে। ইতিমধ্যেই লকডাউনের একমাস পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত খাদ্যের অভাবের কথা শোনা যায়নি কোনো অঞ্চল থেকে। এই বিষয়ে রেলের অবদান কতখানি সেই কথাই মনে করালেন রেলমন্ত্রী।
এই ভয়ংকর পরিস্থিতিতেও ভারতীয় রেলের কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন পণ্যবাহী রেল পরিষেবা চালু রাখার জন্য। শত ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের জীবনের কথা মাথায় রেখে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তারা। তাই তাদের ধন্যবাদ জানাতে এই ভিডিওটি পোস্ট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।