Today Trending Newsদেশ

Railway Rules: পুজোর আগেই রেলের বড় সিদ্ধান্ত, ১লা অক্টোবর থেকে চালানো হবে বিশেষ অভিযান, বাদ পড়বে না পুলিশ কর্মীরাও

Advertisement

ভারতের সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় রেলওয়ে। প্রতিদিন গড়ে ১১ হাজার লোকাল ট্রেনের পাশাপাশি ৫ হাজার এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে রেলওয়ে অফ ইন্ডিয়া। যার সুবিধা প্রতিদিন গ্রহণ করে থাকেন দেশের প্রায় কুড়ি কোটি মানুষ। বিগত কয়েক বছরে ভারতীয় রেলকে নতুনভাবে সাজাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রেল মন্ত্রণালয়। নতুন ট্রেন তৈরি করা থেকে শুরু করে নতুনভাবে রেল লাইনের বিস্তৃতি বৃদ্ধি এমনকি নিরাপত্তা খাতিরে একাধিক চোখ ধাঁধানো সিদ্ধান্ত নিতে দেখা গেছে ভারতীয় রেলকে। তবে এবার পুজোর আগেই বড় ঘোষণা করল ভারতীয় রেল। শুধুমাত্র নিত্যযাত্রীদের ক্ষেত্রে নয়, পুলিশ কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম লাঘু হবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফ থেকে।

এদিন ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী মাসে রেল ব্যবস্থাকে যথোপযুক্ত রাখতে বিশেষ অভিযান চালাবে ভারতীয় রেল। এই উদ্দেশ্যে গত ২০শে সেপ্টেম্বর রেল মন্ত্রক ১৭টি জোনের মহাব্যবস্থাপকদের চিঠি দিয়ে তাদের ১ থেকে ১৫ অক্টোবর এবং ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টিকিটবিহীন এবং অননুমোদিত যাত্রীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করতে এবং রেলওয়ে আইন ১৯৮৯-এর বিধান অনুসারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে। এই নির্দেশনা শুধুমাত্র সাধারণ যাত্রীদের ক্ষেত্রে নয়, পুলিশ কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

এদিন রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, কিছুদিন আগে গাজিয়াবাদ এবং কানপুরের মধ্যে একটি অভিযানে আশ্চর্যজনক তথ্য হাতে এসেছে ভারতীয় রেলের। বিনা টিকিটে শত শত পুলিশ কর্মীকে এসি কামরায় ভ্রমণ করতে দেখা গেছে। যখন তাদের কাছে টিকিট দেখতে চাওয়া হয়েছে কিংবা টিকিটের বদলে জরিমানা চাওয়া হয়েছে, তখন প্রথমে তারা তা দিতে অস্বীকার করে। যদিও পরবর্তীতে ভারতীয় রেলের আইন অনুসারে তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

তবে এই সমস্ত পুলিশ কর্মী নিজেদের টিকিট না থাকার শর্তেও যে সমস্ত সাধারণ নাগরিক টিকিট কেটে রেলে ভ্রমণ করছিলেন, তাদেরকে হেনস্তা করছিলেন। তাদের জন্য নির্ধারিত আসন ব্যবহার করে যাত্রা করছিলেন ওই সমস্ত পুলিশ কর্মী। রেলে তরফ থেকে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে বিনা টিকিটে যাত্রা করার সময় পুলিশ কর্মী এবং সাধারণ নাগরিকদের নিকট থেকে ২২৩১.৭৪ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে রেলের তরফ থেকে। ফলে এই পূজার মরশুমে বিনা টিকিটে যাত্রা করলে মোটা অংকের টাকা জরিমানা গুনতে হবে নাগরিকদের।

Related Articles

Back to top button