১ লা জুন থেকে টাইমটেবিল মেনে প্রতিদিন ২০০ টি চলবে ট্রেন, জানালেন রেলমন্ত্রী
তৃতীয় দফার লকডাউন চলাকালীন রেল পরিষেবা ধীরে ধীরে চালু করার পথে এগিয়েছে কেন্দ্র সরকার। প্রথম দিকে সংখ্যায় কম ট্রেন চালানো হলেও, এবার চতুর্থ দফার লকডাউন শেষে যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পথে হাঁটতে চলেছে সরকার। তাই এক লাফে বেশ কিছু ট্রেন বাড়িয়ে ১ লা জুন থেকে প্রতিদিন ২০০ টি করে যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানালেন রেলমন্ত্রী পিযুষ গয়াল। মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানান, নির্ধারিত টাইমটেবিল মেনেই চালানো হবে এই নন এসি ট্রেনগুলো। এসি ট্রেনের বিষয়ে সরকার এখনই কিছু ভাবছে না বলেও জানান রেলমন্ত্রী।
প্রসঙ্গত, ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকেই সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় ভারতীয় রেল মন্ত্রক। লকডাউন চলাকালীন শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। পরে অবশ্য বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালায় সরকার। অন্যদিকে, ১২ মে থেকে নির্ধারিত কয়েকটি জায়গায় যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল মন্ত্রক।
Railways to run 200 non-ac timetabled trains daily from June 1: Railway Minister Piyush Goyal
— Press Trust of India (@PTI_News) May 19, 2020
রিটার্ন জার্নি নিয়ে প্রথম থেকেই মোট ৩০ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। আগের দিন অর্থাৎ ১১ মে বিকেল ৪ টা থেকে অনলাইনে টিকিট বুকিং শুরু করে রেল। সার্ভারের উপর অত্যধিক চাপ সৃষ্টি হওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে টিকিট বুকিং। সন্ধ্যা ৬ টা নাগাদ সার্ভার ঠিক হলে মাত্র কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু রুটের টিকিট বিক্রি হয়ে যায়।