ভারতীয় রেলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেনে অর্থাৎ যে ট্রেনে করে ভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানো হবে সেই ট্রেনে ভাড়া ৫০ টাকা অতিরিক্ত নেওয়া হবে বলে জানানো হয়। লকডাউনের কারণে বহু শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে।
তাদের ফেরানোর জন্য কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, তবে এই ট্রেনে করে ফেরার জন্য অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। তবে এই টাকা রাজ্যগুলির তরফে দেওয়া হচ্ছে। ট্রেনে যেসব শ্রমিক উঠবে তাদের বিনামূল্যে খাবার এবং জল দেওয়া হবে। কোনো শ্রমিককে দিতে হবে না ভাড়া।
তবে নিয়ম মেনে রাজ্যের তালিকা অনুযায়ী ভিন্ন রাজ্যে থেকে শ্রমিকদের ফেরানো হবে। যে কেউ উঠতে পারবে না এই ট্রেনে।