নিউজরাজ্য

Train Cancel: শনি ও রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন, দেখে নিন তালিকা

এই ট্রেনের তালিকার মধ্যে হাওড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে

Advertisement

ভারতীয় রেল ভারতের জনসাধারণের কাছে যেন একটা লাইফ লাইন। ভারতীয়রা সবসময়ই রেল যাত্রাকে অন্যান্য সমস্ত ধরনের যানবাহনের থেকে বেশি পছন্দ করেন। তাই যদি রেললাইনে সমস্যা হয় অথবা ট্রেন বাতিল হয়, তাহলে সাধারণ মানুষের সমস্যা হয় প্রচুর। এই সপ্তাহেও একই সমস্যায় পড়বে ভারতীয় রেল। সপ্তাহ শেষে আবারো ভোগান্তির আশঙ্কা। হাওড়া ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল থাকবে এই সপ্তাহের শনি এবং রবিবার। হাওড়া ডিভিশনের রেল লাইনের মেরামতি, সিগন্যাল এবং ওভারহেড তারের দেখভালের কাজ করা হবে এই সপ্তাহের শেষ দুই দিন। সে কারণে একাধিক লাইনে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শনিবার এবং রবিবার এই ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রেন পরিষেবা ব্যাহত হবে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইন, বর্ধমান-হাওড়া লাইন, কাটোয়া-আজিমগঞ্জ লাইন, এবং খানা-গুমানি লাইনে। প্রধানত পাওয়ার ব্লকের সমস্যার কারণেই বিঘ্ন ঘটবে রেল পরিষেবায়। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন লাইনে বাতিল থাকছে ট্রেন।

২২.০৭.২০২৩ অর্থাৎ শনিবার হয়ে ট্রেনগুলি বাতিল হয়েছে –

হাওড়া থেকে বাতিল হয়েছে, 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915 নম্বরের ট্রেনগুলি।

বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলির নম্বর : 37832, 36834, 36836, 36838, 36840, 37842, 03587.

আরামবাগ থেকে বাতিল ট্রেনগুলি হল: 37364.

ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37536, 37538, 37242, 37244, 37749

নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল, 37535, 37537.

মেমারি থেকে বাতিল হয়েছে, 37652.

চন্দনপুর থেকে বাতিল হয়েছে 36034, 36036.

ডানকুনি থেকে বাতিল হয়েছে 32228, 32230, 32232, 32234, 32236.

শিয়ালদা থেকে বাতিল হয়েছে 32411, 32227, 32229, 32231, 32233, 32235.

বারুইপুর থেকে বাতিল হয়েছে 32412.

রামপুরহাট থেকে বাতিল হয়েছে 03588.

কাটোয়া থেকে বাতিল হয়েছে 37748, 37924, 03095, 03097, 03035

আজিমগঞ্জ থেকে বাতিল হয়েছে 03096, 03098, 03036

২৩.০৭.২০২৩ অর্থাৎ রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে –

হাওড়া থেকে বাতিল হয়েছে, 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915

বর্ধমান থেকে বাতিল হয়েছে 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587

আরামবাগ থেকে বাতিল ট্রেনগুলি হল: 37364

ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37536, 37538, 37242, 37244, 37749.

নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল . 37535, 37537.

মেমারি থেকে বাতিল হয়েছে: 37652.

চন্দনপুর থেকে বাতিল হয়েছে, 36034.

শেওড়াফুলি থেকে বাতিল হয়েছে: 37056. 36034, 36036.

ডানকুনি থেকে বাতিল হয়েছে 32228, 32230, 32232, 32234.

শিয়ালদা থেকে বাতিল হয়েছে 32411, 32227, 32229, 32231, 32233.

বারুইপুর থেকে বাতিল হয়েছে 32412.

রামপুরহাট থেকে বাতিল হয়েছে 03588.

কাটোয়া থেকে বাতিল হয়েছে 37748, 37924, 03095, 03097, 03035.

আজিমগঞ্জ থেকে বাতিল হয়েছে 03096, 03098, 03036

এছাড়াও কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকালের যাত্রা সংক্ষিপ্ত করে তারকেশ্বর পর্যন্ত করা হচ্ছে। এরপর ১২.৫৮ মিনিটে এটা ফিরবে উল্টো পথে। মূলত ৩৭৩৬২ এর রুটেই চলবে এই ট্রেনটি। এছাড়াও কিছু ট্রেনের চলাচল কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। সেই সময়সূচির ঘোষণা পরে করা হবে।

Related Articles

Back to top button