Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rain Forecast Weather: শিরশিরে হাওয়ার মধ্যে টানা তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

Updated :  Wednesday, November 27, 2024 10:48 PM

ভোর রাতের দিকে ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। এমন আবহে আরো একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহের শেষে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস, উলুবেরিয়াতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি, বাঁকুড়ায় ১৬.১ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি, ক্যানিংয়ে ১৬ ডিগ্রি, বর্ধমানে ১৪.৮ ডিগ্রি, পানাগড়ে ১৫.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ১১.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৩.৫ ডিগ্রি, কল্যাণীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা কমেছে। এই মুহূর্তে দার্জিলিঙে উত্তরবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬ ডিগ্রিতে, কালিম্পং তাপমাত্রা চলছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

কোন কোন জেলায় বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস বলছে, আজ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই মুহূর্তে এক্ষুনি বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজ করবে।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা  হেরফের হবে না।

কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৯ শতাংশ।