আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী আজ উত্তরবঙ্গে বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে। তবে কলকাতায় আজ সেভাবে ঝড়-বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ বিকেলের পর হালকা বৃষ্টি হলেও হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকবে, প্রায় ৫৬ শতাংশের কাছাকছি থাকবে। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয়নি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির বেশি ছিল।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা প্রভৃতি জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাই কলকাতায় না হলেও এই ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।