ছুটির দিনে আবারও ভোলবদল আবহাওয়ার। রবিবারের শহরে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আপাতত তাপমাত্রা বদলের সেভাবে কোন সম্ভাবনা না থাকলেও, তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবারের তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত অনেকটাই কম। আজ শহর কলকাতায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ফের ভিজতে পারে তিলোত্তমা। ছুটির দিনে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রায় বিশেষ কোন বদল হবে না।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩% এবং সর্বনিম্ন ৫৭%।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির তেমন কোন সম্ভাবনা নেই। তবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবারে পরিস্থিতির বিশেষ বদল হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত হতে পারে সব জায়গায়।
কিছুদিন আগে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অস্বস্তিকর পরিস্থিতির বদল হওয়া শুরু হয়েছিল ঈদের দিন সকাল থেকে। ঈদের দিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। আপাতত গরমের ভোগান্তির সম্ভাবনা কম বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গ জুড়ে ঝড় এবং বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।