সপ্তাহের শুরুতে রোদ ঝলমলে আকাশ থাকলেও সপ্তাহের শেষে আবার হতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন আকাশ পরিষ্কার থাকলেও সপ্তাহের শেষে আবার ঝড়বৃষ্টির দেখা মিলতে পারে পশ্চিমের জেলাগুলিতে।
গাঙ্গেয় পশ্চিমে বেশি সম্ভাবনা ঝড় বৃষ্টি হবার। বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। দিন ও রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনা, মেদিনীপুর জেলাতে। আবার পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে। বুধবার থেকে তা রাজ্যে প্রবেশ করতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন : করোনা আতঙ্ক : বিকেল চারটের মধ্যে বন্ধ সব সরকারি অফিস, ঘোষণা মমতার
আজ রাতে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিনে বৃষ্টি হয়নি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান প্রায় ৪৮-৮৮ শতাংশ। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস।