বেশ কয়েকদিন ধরেই কলকাতা সংলগ্ন জেলাগুলিতে চলছিল ভ্যাপসা গরম। তবে এদিন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। গরমের দাবদাহের মাঝে স্বস্তি মিলেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে তার ফলে আরও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। যার জেরে বঙ্গে বর্ষা প্রবেশের পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বৃহস্পতিবার বিকেলের পর বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী শুক্রবার বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅপরদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তা ক্রমেই সক্রিয় হচ্ছে। যার জেরে ওড়িশা উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে বর্ষা। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এসব জেলাগুলিতে ৭-২০ মিমি পর্যন্ত বৃষ্টি হবে।