রাজ্যToday Trending Newsনিউজ

জোড়া ঘূর্ণাবর্তের চোটে ফুঁসছে সাগর, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়, জেনে নিন সর্বশেষ আপডেট

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপট অব্যাহত রয়েছে বাংলায়

Advertisement

এই বছরে শীতের দোসর হতে চলেছে বৃষ্টি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপট একেবারে অব্যাহত বলা চলে। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় শীতের কাঁপন একেবারে চরমে। আর এবারে তারি সাথে আসতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উপকূলবর্তী জেলাসহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে এই মুহূর্তে ব্যাপক শৈত্যপ্রবাহ চলছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা এবং দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। ফলে, শীত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও বেশি।

মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে। সকালের দিকে কুয়াশা এবং দিনভর মেঘলা আকাশ থাকার পরে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পানাগর আসানসোল সহ বিভিন্ন জায়গায় পারদ ১০ ডিগ্রীর নিচে নেমেছে। এই সমস্ত জেলায় ব্যাপক কুয়াশা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও শীতের দাপট অব্যাহত। মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে বেশকিছু জায়গায় তাপমাত্রা আরো নেমে যেতে পারে। বুধবার বিকেলের পর পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলা এবং তৎসংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলিতে সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। এখনি শীতের দাপট থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেই জানা গিয়েছে।

১৭ই জানুয়ারি বুধবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আগামী ২৪ ঘন্টায় বড়সড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে শুধু দীঘা নয় পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণবাতের কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর পূর্ব মেদিনীপুরের দীঘা এবং সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে

Related Articles

Back to top button