নিউজরাজ্য

অপেক্ষা আর কিছুক্ষণের, বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার ভোররাতে

Advertisement

দক্ষিণবঙ্গে লাগাতার চলছে গরমের দাবদাহ। বৈশাখ মাসের এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত বৃষ্টি তেমন একটা দেখা পাওয়া যায়নি। মানুষের মধ্যে অস্বস্তি ধীরে ধীরে বেড়েই চলেছে। কলকাতা এবং কলকাতা লাগোয়া অঞ্চলে চলতি বছরে মাত্র দুইটি কালবৈশাখী দেখা গেলেও তাতে বৃষ্টির পরিমাণ ছিল একেবারেই নগণ্য।

একটি কালবৈশাখীতে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। কিন্তু তার মধ্যেই এবারে দেখা গেল একটি আশার আলো। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার ভোররাতে কলকাতা এবং কলকাতা লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া ও মুর্শিদাবাদে বেশ কিছুটা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আপনারা বুধবার ভোররাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন গরমের থেকে।

আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হল দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প যুক্ত বাতাস ঢুকতে শুরু করেছে। এর ফলে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত মেঘের তেমন কিছু দেখা পাওয়া যায়নি। কিন্তু বুধবার ভোররাতে এরকম একটি বৃষ্টি হলে কলকাতা এবং কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গায় স্বস্তি ফিরবে।

Related Articles

Back to top button